Testicular cancer symptoms and treatment
ক্যান্সার হওয়ার কোনো একটি নির্দিষ্ট স্থান নেই| শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার হতে পারে| মাথা থেকে শুরু করে পা অব্দি| তবে বিভিন্ন অংশে ক্যান্সারের লক্ষণ আলাদা আলাদা| বিশেষ কিছু ভয়ানক রোগের প্রাথমিক পর্যায়ের লক্ষণগুলি জানা থাকলে, আমরা তাড়াতাড়ি সতর্ক হতে পারি| আর ক্যান্সারের ক্ষেত্রে যত আগে সতর্ক হয়ে চিকিৎসা শুরু করা যায়, ততই মঙ্গল| পুরুষদের অন্ডকোষে ক্যান্সার হলে কি করে বুঝবেন সেই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেছেন শ্রেষ্ঠ ক্যান্সার বিশেষজ্ঞরা| তেমনই কলকাতার শ্রেষ্ঠ ক্যান্সার বিশেষজ্ঞদের মধ্যে একজন হলেন ডাক্তার অর্ঘ্য বসু| চলুন জেনে নেওয়া যাক, পুরুষরা কোন কোন উপসর্গগুলির সংকেত পেলে সতর্ক হতে শুরু করবেন|
প্রথম লক্ষণটি হলো পিন্ড| মূলতঃ পিন্ডটি অন্ডকোষে হয়, কিন্ত কোনো ব্যথা হয় না| তাই জন্য প্রথম দিকে সহজে বোঝা যায় না| কিন্তু পুরুষদের নিজেদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করতে হবে|
দ্বিতীয় সংকেত, এটাও খুবই গুরুত্বপূর্ণ| অন্ডকোষে টিউমার হলে এক ধরণের প্রোটিন উৎপন্ন হয় সেখানে| কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রোটিনটি অন্ডকোষে তার অস্তিত্ব জানান দেয় না, দেয় পুরুষদের স্তনবৃন্তে| যদি কখনো দেখেন স্তনবৃন্ত থেকে তরল কিছু বেরোচ্ছে, বুঝবেন ব্যাপার গুরুতর| অনেক সময় এর আগে স্তনে ব্যথাও হয়|
কিছু কিছু বিষয়ে ছেলেদের অবশ্যই দৃষ্টিগোচর রাখতে হবে| যেমন দুটি অন্ডকোষের আকার ও আয়তন সমান আছে কিনা| কারণ প্রধানত যেকোনো একটি অন্ডকোষে টিউমার হলে তার আকার ও আয়তন অন্যটির থেকে আলাদা হয়ে যায়| যেমন যেদিকে হয়েছে সেই দিকটি ছোট বা বড়ো হয়ে যায়, ফুলে যায় ও ঝুলে যায়|
অন্ডকোষে জল আসাটা স্বাভাবিক| কিন্তু যখনই দেখবেন অনেকদিন ধরে সেই পরিস্থিতি রয়ে গেছে, তখনই বুঝবেন ব্যাপার বেগতিক| কারণ টিউমারের কারণে এই উপসর্গ দেখা দেয় অনেক সময়|
অন্ডকোষে কোনো চাক্ষুস উপসর্গ না দেখিয়েও কিন্তু ক্যান্সারের লক্ষণ জানান দেয়| হয়তো আপনি দেখলেন আপনার অন্ডকোষে কোনো পিন্ড বা লাম্প হয়নি| কিন্তু সজাগ থাকতে হবে, কারণ অনেক সময় চাপা ব্যথা হয় এবং কিছু ভারী ভারী অনুভূত হয়| যদি সেই রকম বুঝতে পারেন, নিজেদের হাতে আর ফেলে রেখে সময় নষ্ট করবেন না| সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করুন|
এই ক্যান্সার যেকোনো বয়সে হতে পারে, সে প্রাপ্ত বয়স্কই হোক বা টিনেজার| এই টিনেজারদের অন্ডকোষে ক্যান্সার হলে একটি বিশেষ লক্ষণ দেখা দেয়| সেটি হলো সঠিক বয়সের আগেই বয়ঃসন্ধির লক্ষণ প্রকাশ পায়| যেমন গোঁফ ওঠা, বুকে লোম গজানো বা গলার স্বরের পরিবর্তন|
শরীরে যেকোনো স্থানে পিন্ড হলে তা অবহেলা করে ফেলে না রেখে ডাক্তার দেখিয়ে নেবেন| অনেকের অন্ডকোষে ক্যান্সার চুপিসারে বাসা বেঁধে থাকে| আপনি নিজে বুঝতে পারছেন না অথচ ধীরে ধীরে আপনার সারা শরীরে তা ছড়িয়ে পড়ছে|
পুরুষদের মধ্যে এই ক্যান্সার এতটাই প্রচলিত যে পৃথিবীতে প্রতি ২৫০-৩০০ জনের মধ্যে ১ জনের এই রোগ ধরা পরে| এই লক্ষণগুলির মধ্যে যদি একটি লক্ষণও আপনি টের পান, তাহলে ডাক্তারের শরণাপন্ন হন|